নোয়াখালী, ২৫ মে: নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের হাতে আসার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে আনোয়ার হোসেন নয়নকে দেশীয় অস্ত্র হাতে ওই নারীর বাড়ির সামনে হামলা করতে দেখা যায়। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “টাকা না পেলে ধর্ষণ করে সেটার উসুল নেয়া হবে।” এছাড়াও, অপর একটি ভিডিওতে নয়নের মুখে আপত্তিকর ও অশালীন বক্তব্য রেকর্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী (৩৬) জানান, তিনি কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন সৌদি প্রবাসীর স্ত্রী। বর্তমানে তিনি একটি ছয়তলা বাড়ি নির্মাণের কাজ তত্ত্বাবধান করছেন। তার অভিযোগ, গত বছর ওমরাহ শেষে দেশে ফেরার পর আনোয়ার হোসেন নয়ন বিভিন্ন অজুহাতে তার কাছে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করতে শুরু করেন। টাকা না দেওয়ায় নয়ন বারবার তার বাড়িতে হামলা চালান এবং আত্মীয়স্বজন ও নির্মাণশ্রমিকদের হুমকি ও মারধর করেন। ভুক্তভোগী তিন ছোট সন্তান নিয়ে বাড়িতে একা থাকেন এবং নয়নের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি দাবি করেন, বিএনপি নেতৃবৃন্দ ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি। এমনকি তার সন্তানদের স্কুল-মাদ্রাসায় যাওয়াও নয়নের হুমকির কারণে কঠিন হয়ে পড়েছে।
আনোয়ার হোসেন নয়ন, যিনি জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, গণমাধ্যমকে বলেছেন যে তিনি কোনো চাঁদা চাননি। তার দাবি, প্রতিবেশী হওয়ায় কিছু “উচ্চবাচ্য” হয়েছে এবং ঝগড়ার সময় তিনি “কী বলতে কী বলে ফেলেছেন, তা এখন মনে নেই।”
এদিকে, এই ঘটনার পর জেলা যুবদলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (২৫ মে) জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন সময় সংবাদকে বলেন, এর আগেও নয়নের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে সতর্ক ও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এর পরপরই নয়ন ফেসবুকে পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন। তবে, এবার বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হয়েছে। সুমন আশা প্রকাশ করেন, দু-একদিনের মধ্যেই বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া নিশ্চিত করেছেন যে, ভুক্তভোগী নারী বুধবার (২১ মে) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
উল্লেখ্য, আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নতুন নয়। চলতি বছরের ১৫ মার্চ বিভিন্ন গণমাধ্যমে আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীর কাছ থেকে মোবাইলে টাকা চাওয়ার কল রেকর্ড প্রকাশ পেয়েছিল, যা নিয়ে সেসময়ও আলোচনা হয়েছিল।