সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ টাকার একটি নোটের ছবি ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবিটিতে দেখা যায়, নোটটির এক পাশে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দিরের ছবি রয়েছে। অনেকেই দাবি করছেন, পূর্বের নোটে থাকা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের স্থানে এখন মন্দির বসানো হয়েছে।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। কেউ কেউ একে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে দাবি করছেন, এমনকি অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিগুলো ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে বিভ্রান্তি তৈরির জন্য। এটিএন নিউজের অনুসন্ধান এবং বাংলাদেশ ব্যাংকের বক্তব্য অনুযায়ী, এই ধরনের কোনো নোট প্রকাশ করা হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২০ টাকার নোটে কান্তজী মন্দিরের ছবি বসানোর কোনো সিদ্ধান্ত বা বাস্তবতা নেই।
অন্যদিকে, নতুন নোটের কিছু নির্ভরযোগ্য তথ্য সামনে এসেছে, যেখানে দেখা গেছে:
১০০ টাকার নোটে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও রয়েল বেঙ্গল টাইগার;
২০০ টাকায় রয়েছে ধর্মীয় সম্প্রীতির প্রতীক ও অপরাজেয় বাংলা;
৫০০ টাকায় কেন্দ্রীয় শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট;
১০০০ টাকায় রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও সংসদ ভবন।
সবগুলো নোটেই কারও ব্যক্তিগত ছবি না রেখে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় সহাবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া ছবি ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।