যশোর প্রতিনিধি।
যশোরে যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। শুক্রবার (৩০ মে) ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে শুরু হয় তিন দিনের এই কর্মসূচি।
দিনের শুরুতেই জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ওলামা দলের সহযোগিতায় আয়োজিত এই দোয়ায় অংশ নেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। একই দিনে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
পরে দুই কেন্দ্রীয় নেতা জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে বিভক্ত হয়ে দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচিতে অংশ নেন। অনিন্দ্য ইসলাম অমিত শহরের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এরপর তিনি খড়কি ও বেজপাড়া এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে যোগ দেন। অন্যদিকে, অধ্যাপক নার্গিস বেগম ঘোপ ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিয়নে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জিয়াউর রহমান বাঙালি জাতির আদর্শ ও চেতনায় ভাস্বর এক মহানায়ক। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয়।”
কর্মসূচিগুলোতে আরও অংশ নেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, অ্যাডভোকেট ইসহাক, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
জেলার বিভিন্ন মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১ জুন (শনিবার) বিকেল ৩টায় যশোর বিডি হলে একটি আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।