রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, দেবহাটা উপজেলার সখিপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ৩০ শে মে শুক্রবার বিকাল চার টায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও মহতী আয়োজন।
উপজেলার ৪৫টি ওয়ার্ডে একযোগে আয়োজন করা হয় বিশাল পরিসরের মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান। এই মহতী উদ্যোগের সার্বিক পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন বি এন পি সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোখলেসুর রহমান যিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পুরো কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক বর্তমান জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব বর্তমান জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, উপজেলার ৪৫টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলেই শহীদ জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান, দূরদর্শী নেতৃত্ব ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।