কালিয়া প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে তারা মারা যায় বলে জানিয়েছে পুলিশ।
মৃত দুই শিশু হলো—সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ (২২ মাস) ও রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (২১ মাস)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে তারা বাড়ির উঠানে খেলছিল। এ সময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজার একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির দক্ষিণ পাশে উঠানের সাথেই লাগোয়া ডোবায় দুই শিশুকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানি বিশ্বাস জানান, শিশু দুটির মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘটনার পর আটলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।