1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদের দিন গাজায় ভয়াবহ হামলা: নিহত অন্তত ৫০, আহত শতাধিক - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ঈদের দিন গাজায় ভয়াবহ হামলা: নিহত অন্তত ৫০, আহত শতাধিক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৮ জন খবরটি পড়েছেন

বিডিটি নিউজ ডেস্ক।

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গাজার ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। স্থানীয় ও চিকিৎসা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু শনিবার (৭ জুন) এ তথ্য জানিয়েছে।

ভোর থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হয়। গাজা শহরের সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন অন্তত ১৫ জন, যাদের মধ্যে ৬ জন শিশু। আহত হয়েছেন অন্তত ৫০ জন, এবং ধ্বংসস্তূপে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুসে বাস্তুচ্যুতদের একটি আশ্রয়শিবিরে গোলাবর্ষণে একটি পরিবারের চার সদস্যসহ ১২ জন নিহত হন, আহত হন আরও ৪০ জন। গাজার পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি বাড়িতে হামলায় আরও ৭ জন প্রাণ হারান।

উত্তর গাজার আল-সাফতাওয়ি এলাকায় কামানের গোলায় ২ জন, জাবালিয়ার আবু শেখ এলাকায় বেসামরিক সমাবেশে বিমান হামলায় ৩ জন এবং আল-মুজায়দা স্টেশন এলাকার একটি বাড়িতে হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হন।

রাফার পশ্চিমে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালালে ৬ জন নিহত হন এবং অনেকে আহত হন। আনাদোলুর হিসাবে, ২৭ মে থেকে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি গুলিতে ১১৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫৮০ জনের বেশি আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন।

ঈদের প্রথম দিনেও ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত হয়েছিলেন। চলমান সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৪ হাজার ৮০০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন লক্ষাধিক। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে পুরো গাজা ভূখণ্ড।

এক হাতে প্রিয়জনের মরদেহ বহন, অন্য হাতে জান্নাতের প্রার্থনা—এভাবেই ঈদের দিন কাটাচ্ছেন গাজাবাসী। বিশ্ব যখন ঈদের আনন্দে ব্যস্ত, তখন গাজায় লেখা হচ্ছে এক নির্মম ও রক্তাক্ত অধ্যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews