1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘ভিক্ষুক সেজে’ মাংস চাইলেন যুব মহিলা লীগ নেত্রী - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নূরকে আহত বা বীর মুক্তিযোদ্ধাদেরকে আটকের ঘটনা নব্য ফ্যাসিজমের আস্ফালন রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা জাগ্রত করতে দুর্গাপুরে পাঠচক্র ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন,কেউ রুখতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ সুন্দরবনের নদীতে নামার অপেক্ষায় নৌকা, জাল মেরামতে ব্যস্ত জেলেরা ব্র্যাডম্যানের ১১ টুপির একটি নিলামে উঠল কোটি টাকায় নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপিএলে দেখতে চান কুক গতকাল হামলার ঘটনায় বেধড়ক মারধর করা ব্যক্তি ডিবির কেউ নন ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবীতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ পাগলা মসজিদের দানবক্সে ৪ মাস ১৮ দিনে ৩২ বস্তা টাকা

‘ভিক্ষুক সেজে’ মাংস চাইলেন যুব মহিলা লীগ নেত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৫ জন খবরটি পড়েছেন

নারায়ণগঞ্জ, ৯ জুন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী তার স্বামীকে নিয়ে কোরবানির গরুর মাংস চেয়ে ‘ভিক্ষা’ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘তিন কন্যা’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘একটা গরুর রান ভিক্ষা দেন গো’ ক্যাপশনে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনীতি ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে শ্যামলী চৌধুরী, তার স্বামী, দুটি শিশু এবং একজন তরুণীকে একটি বাড়ির সিঁড়ির সামনে বসে মাংস চাইতে দেখা যায়। ভিডিওতে তাদের বলতে শোনা যায়, “কী গো বৃষ্টির মাঝে বইয়া রইছি একটু গোস্ত দেন না গো” এবং “দেন না গো একটু গোস্ত।” এক পর্যায়ে শ্যামলী চৌধুরীর স্বামী বাড়ির লোকজনকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা বড়লোক মানুষ আপনারা একটা রান দিয়া দিলেই হইবো। পারলে আমাগো একটা রান দিয়া দেন বাড়িতে গিয়া খামুনে, আপনেগো লাইগা দোয়া করমুনে।”

পরে বাড়ির ভেতর থেকে এক তরুণী এক পোটলা মাংস এনে তাদের হাতে তুলে দিলে তারা মাংসের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ভিডিওতে তাদেরকে বলতে দেখা যায়, “এতটুকু?” এবং শিশুদের উদ্দেশ্যে মন্তব্য করতে শোনা যায়, “দেখ পুতেরা (ছেলেরা) দেখ কতটুকু গোস্ত দিছে, বড়লোক মানুষ কতটুকু গোস্ত দিছে।” ভিডিওর শেষ দিকে, শ্যামলী চৌধুরীর স্বামী ওই তরুণীকে বলেন, “আমাগো মোট ১০টা পোলা। তাদের জন্য ১০ পিস দিলেও তো হতো।” এরপর তারা মাংসের পোটলা ছুড়ে ফেলে চলে যান এবং ভিক্ষুকের ভঙ্গিতে বলেন, “আপনেগো গোস্ত লাগতো না।”

স্থানীয় ও একাধিক সূত্র অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পাওয়ার আশায় সাবেক এই ভাইস চেয়ারম্যান ও “কার্যক্রম নিষিদ্ধ” আওয়ামী লীগ নেত্রী শ্যামলী চৌধুরী এবং তার স্বামী ভিক্ষুকের বেশে অভিনয় করে ভিডিওটি তাদের মেয়ের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। এই ঘটনাকে ঘিরে আশেপাশের লোকজন ও নেটিজেনরা তীব্র নিন্দা ও নেতিবাচক মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর শ্যামলী চৌধুরীর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি কান্নাজড়িত কণ্ঠে জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নির্বাচন নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে জানতে চেয়ে শ্যামলী চৌধুরীকে মোবাইল ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অসুস্থতার কথা বলে কল কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন ধরেননি। সোনারগাঁ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত এই নেত্রীর নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে মিটিং-মিছিলের ছবিও রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews