ডেস্ক নিউজ।
কক্সবাজারে সাগরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন রাজশাহীর শাহানুর আলম (৫৩) এবং তাঁর ছেলে ইফতেশাম আলম সিফাত (২০)। তবে তাঁদের মৃত্যু সংবাদ এখনও জানানো হয়নি ক্যানসারে আক্রান্ত ৮০ বছর বয়সী দাদা আবুল কালাম মন্টুকে।
সোমবার দুপুরে কক্সবাজারের সায়মন বিচ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে যেতে থাকা ছেলেকে বাঁচাতে গিয়ে শাহানুর নিজেও নিখোঁজ হন। পরে লাইফগার্ডদের সহায়তায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীতে শাহানুরের বাড়িতে এখন শোকের ছায়া। কিন্তু তাঁর বৃদ্ধ বাবাকে মৃত্যুসংবাদ জানাতে সাহস পাচ্ছেন না স্বজনেরা। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত আবুল কালাম মন্টুকে বলা হয়েছে, ছেলে ও নাতি পানিতে পড়ে অসুস্থ হয়েছেন এবং বাড়ি ফিরছেন।
শাহানুরের ভাই মনসুর আলম জানান, তাঁদের বাবা শারীরিকভাবে খুবই দুর্বল। গত বছর ১৫ আগস্ট মায়ের মৃত্যুর পর থেকে আরও ভেঙে পড়েছেন তিনি। তাই এই মুহূর্তে সত্য জানানো কঠিন।
শাহানুরের স্ত্রী ইয়াসমিন আরা ঢাকায় চাকরি করেন। তিনি ও ছোট ছেলে ইফতেখার আলম রাহাত বর্তমানে কক্সবাজারে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা শাহানুর ও সিফাতের লাশ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। পরিবার জানিয়েছে, বুধবার সকালে তাঁদের মহিষবাথান কবরস্থানে দাফন করা হবে।
সিফাত সদ্য অনার্সে ভর্তি হয়েছিলেন। ছোট ভাই রাহাত রাজশাহীর একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। শাহানুর স্ত্রী ঢাকায় থাকলেও দুই ছেলেকে নিয়ে রাজশাহীতে থাকতেন।
পরিবারের সদস্য রাকিবুল আলম বলেন, ঈদের ছুটিতে দুই ছেলেকে নিয়ে আবারও কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন শাহানুর, আগেও তাঁরা একবার গিয়েছিলেন। তবে এবার তাঁরা ফিরে আসছেন দুইটি কফিনে।