1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বেনাপোলে দাম্পত্য মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? - টেলিগ্রাফ বাংলাদেশ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কারামুক্তি ২৯ জনের: সাজা রেয়াত পেয়ে ঘরে ফিরলেন ২৯ বন্দি! উপকূলীয় মানুষের জীবনে স্বস্তির পরশ দিয়েছে “ব্লু-ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প’’ শ্যামনগরে ৭৬ পিচ ইয়াবা সহ আটক ১ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল  সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অভয়ারণ্য মাছ ধরার সময় জেলের মৃত্যু হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা: ভারতের এক যুবকের অভিনব কৌশল ভাইরাল দৌলতপুরে সাংবাদিকদের সাথে ওসি‘র রুঢ় আচরণে সাংবাদিক সমাজের নিন্দা জাবিতে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক ২, পালালো ১ ব্যক্তির দায় দল নেবে না: ব্যারিস্টার কায়সার কামাল মানিকগঞ্জে জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা: এলাকায় শোক

বেনাপোলে দাম্পত্য মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনাটি স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্বামী মনিরুজ্জামানের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর মরদেহ কাছাকাছি মাঠে পাওয়া যায়। পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়—বরং একটি পরিকল্পিত হত্যা।


❖ ঘটনাক্রম বিশ্লেষণ

  • ১৪ জুন রাত: মনিরুজ্জামান, তার স্ত্রী এবং বোন ফাতেমা একই ঘরে ছিলেন। ভাই ও ভাবি মেঝেতে, ফাতেমা খাটে ঘুমান।
  • ১৫ জুন সকাল: ঘরে তাদের অনুপস্থিতি লক্ষ্য করে ফাতেমা খোঁজ করতে বের হন। বাড়ির পেছনে আমড়া গাছে ভাইয়ের মরদেহ ঝুলতে দেখেন।
  • পরবর্তীতে: মাঠে স্ত্রীর মরদেহ পাওয়া যায়, শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।

❖ আত্মহত্যা না হত্যাকাণ্ড?

পুলিশ প্রথমিকভাবে আত্মহত্যা অথবা হত্যার সম্ভাবনা উভয়টিই উড়িয়ে দিচ্ছে না। তবে স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন এবং স্বজনদের বক্তব্য অনুযায়ী পারিবারিক কোনো কলহের অনুপস্থিতি, আত্মহত্যার ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করছে।

❖ পরিবারের অভিযোগ

মনিরুজ্জামানের বোন ফাতেমা অভিযোগ করেন:

  • রাতে কোনো ঝগড়া হয়নি
  • ভাইয়ের স্ত্রীর দেহে আঘাতের চিহ্ন ছিল
  • স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ

এছাড়াও তারা বলছেন, ঘরের কেউ ঘুমিয়ে থাকা অবস্থায় দুইজন কিভাবে নিখোঁজ হলেন—তা নিয়েও প্রশ্ন উঠেছে।


❖ পুলিশের অবস্থান

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান বলেন:

“মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

তদন্তের অগ্রগতির বিষয়ে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেফতারের ঘোষণা দেয়নি বা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি।


❖ সম্ভাব্য মোটিভ কী?

অনুসন্ধানে উঠে এসেছে কয়েকটি সম্ভাব্য মোটিভ:

  1. সম্পর্ক জনিত কারণে হত্যাকাণ্ড: পারিবারিক দ্বন্দ্বের বাইরেও দাম্পত্য বা বহিরাগত সম্পর্কের কারণ হতে পারে।
  2. সম্পত্তি সংক্রান্ত বিবাদ: স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান সাম্প্রতিককালে জমিজমা নিয়ে একটি বিরোধে জড়িয়েছিলেন।
  3. সীমান্ত এলাকা হওয়ায় অপরাধচক্রের সম্পৃক্ততা: বেনাপোল সীমান্ত হওয়ায় এখানে বিভিন্ন চোরাচালান চক্র সক্রিয়—তাদের কেউ সম্পৃক্ত কি না, তাও তদন্তাধীন।

❖ এলাকার প্রতিক্রিয়া

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, দম্পতিকে কখনো ঝগড়া করতে দেখা যায়নি, তারা ছিলেন শান্ত প্রকৃতির মানুষ। অনেকেই এই মৃত্যুকে অস্বাভাবিক ও রহস্যজনক বলে আখ্যা দিয়েছেন।


❖ তদন্তে কী থাকতে হবে?

বিশেষজ্ঞদের মতে, এ ঘটনার দ্রুত তদন্তে যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত:

  • ঘটনাস্থলে ফরেনসিক বিশ্লেষণ
  • নিহত নারীর ডিএনএ ও মেডিকো-লিগাল পরীক্ষা
  • মোবাইল ফোন কললিস্ট ও মেসেজ রেকর্ড বিশ্লেষণ
  • আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ
  • পারিবারিক ও আর্থিক তথ্য সংগ্রহ

❖ উপসংহার

এই দম্পতির মৃত্যু আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে প্রকৃত ঘটনা উদঘাটন। তবে পরিবারের দাবি, প্রতিবেশীদের বক্তব্য এবং প্রাথমিক আলামত একে একটি সহিংস অপরাধ হিসেবে তুলে ধরছে। এখন দেখার বিষয়—আইনি তদন্ত কত দ্রুত এবং কতটা নিরপেক্ষভাবে সত্যের নাগাল পায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews