1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী লবণ জলে, জীবন জ্বলে শীর্ষক “পানির কথা “অনুষ্ঠিত নিখোঁজের ৩ দিন পর কবর থেকে এক নারীর মরদেহ উদ্ধার শ্যামনগরে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত না দিয়ে ওয়ার্ড থেকে বের করে দিলেন নার্স মেগা প্রকল্প স্থায়িত্বশীল করতে বেড়িবাঁধে বৃক্ষ রোপণ কুড়িগ্রামের চরাঞ্চলের নারীরা জানে না স্যানিটারি ন্যাপকিন কি ?

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১ জন খবরটি পড়েছেন

মিরপুর সংবাদদাতা ।

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদলের এক নেতার নেতৃত্বে হামলায় এক জাসদ কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জমির (৪৮) স্থানীয় মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শত্রুতার জেরে সোমবার দুপুর আড়াইটার দিকে মিটন গ্রামের মসজিদের কাছে জমিরকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পেটায় আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ এবং তার সহযোগী নাঈম ও মাজহারুল। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুপুরে শত্রুতার জেরে জমিরকে হামলার শিকার করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। আমি এখন ঘটনাস্থলে আছি, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের মতে, জমির ও অনিকের মধ্যে পূর্বশত্রুতা ছিল, যা সম্প্রতি আরও তীব্র হয়। ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews