1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলেঙ্গানায় কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক আটক করে থানায় সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে সোনাহাট সেতুর পশ্চিম পাড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।

জানা গেছে, সোনাহাট স্থলবন্দরগামী রাস্তার দুধকুমর নদের ওপর প্রায় ১৪০ বছর আগে নির্মিত সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে সেতুর ওপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রাকে ৫ টনের বেশি পাথর পরিবহন না করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করে ট্রাকগুলোতে ৬ থেকে ৭ মেট্রিক টন পাথর পরিবহন করা হচ্ছিল।

এই তথ্য পাওয়ার পর সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬.৫ মেট্রিক টন পাথরবোঝাই (মেসার্স সম্রাট ট্রেডার্স) একটি ট্রাক আটক করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখযোগ্য যে, রোববার অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। এতে সারা দিনব্যাপী সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, “পাঁচটি ইউনিয়ন ও সোনাহাট স্থলবন্দরের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতুটি বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। সেতুটি সচল রাখতে প্রয়োজনীয় সব কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা থানায় এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews