ডেস্ক নিউজ।
চলতি বছরের আগস্টে বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও সফরটি আপাতত স্থগিত করেছে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শনিবার এক বিবৃতিতে জানায়, দুই দেশের বোর্ড আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সিরিজটি পুরোপুরি বাতিল করা হয়নি। নতুন সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সফরটি অনুষ্ঠিত হবে। সফরের সময়সূচি ও ফিকশ্চার পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বিসিসিআই।
আগস্টে নির্ধারিত সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। সফর স্থগিতের কারণ হিসেবে সরাসরি কিছু উল্লেখ না করলেও, রাজনৈতিক টানাপোড়েনের কারণে সফরটি পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন চলছিল আগেই।
এই সফর নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকলেও সময়সীমা পিছিয়ে যাওয়ায় হতাশা তৈরি হতে পারে দর্শকদের মাঝে। তবে দুই দেশের বোর্ডের পারস্পরিক সমঝোতা ভবিষ্যতের সফরের জন্য ইতিবাচক বার্তা দেয়।