1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইতিহাস গড়া নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা, তবে আটকে আছে পুরনো বোনাস - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ইতিহাস গড়া নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা, তবে আটকে আছে পুরনো বোনাস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৪ জন খবরটি পড়েছেন
ইতিহাস গড়া নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা, তবে আটকে আছে পুরনো বোনাস
ফাইল ফটো

মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইপর্বে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে জায়গা করে নেওয়া এই দলকে গতকাল সোমবার (৭ জুলাই) মধ্যরাতে বিমানবন্দর থেকেই জমকালো আয়োজনে বরণ করে নেওয়া হয়। হাতিরঝিলে ক্লান্ত দলকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা, যেখানে ফুল ও মিষ্টি দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।

এই ইতিহাস গড়া সাফল্যের পরপরই ক্রীড়াঙ্গন থেকে বড় খবর আসে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। তার এই উদ্যোগ খেলোয়াড়দের মনোবল আরও চাঙ্গা করবে এবং দেশের ক্রীড়াপ্রেমী মানুষও এতে আনন্দিত।

তবে এই আনন্দের ভিড়েও কিছু প্রশ্ন রয়ে গেছে। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বাফুফে যে দেড় কোটি টাকার বোনাস ঘোষণা করেছিল, সেটি এখনো খেলোয়াড়দের হাতে পৌঁছায়নি। এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার পরও নতুন কোনো বোনাসের ঘোষণা আসেনি বাফুফের পক্ষ থেকে। বরং শুধু সংবর্ধনা আর ফুল-মিষ্টির মধ্যে সীমাবদ্ধ থেকেছে তাদের আয়োজন।

অন্যদিকে, ভারতের নারী ফুটবল দল এশিয়ান কাপে ওঠার পর ৫০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৫৫ লাখ টাকার সমপরিমাণ পুরস্কার পেয়েছে। সে তুলনায় বাংলাদেশের খেলোয়াড়রা এখনো তাদের প্রাপ্য অর্থের জন্য অপেক্ষায় রয়েছেন।

ক্রীড়া উপদেষ্টার ঘোষণায় অবশ্য ঋতুপর্ণারা নতুন করে আশার আলো দেখছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া এই দলটি ইতোমধ্যেই নতুন যুগের সূচনা করেছে। এ অর্জন শুধু ফুটবল নয়, পুরো দেশের নারী ক্রীড়া আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন সবার প্রত্যাশা, আগের বোনাসের টাকা দ্রুত পরিশোধের পাশাপাশি নতুন পুরস্কারের অর্থও দ্রুত খেলোয়াড়দের হাতে পৌঁছে দেওয়া হবে, যেন তারা আরও মনোযোগী হয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews