1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে—প্রথম ম্যাচ ২০ জুলাই, বাকি দুইটি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

এই সফরের জন্য ইতোমধ্যেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলি আগা।

তবে ইনজুরির কারণে দলে নেই নিয়মিত সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। শাদাব সম্প্রতি যুক্তরাজ্যে কাঁধের সফল অস্ত্রোপচার করিয়েছেন, যেখানে তিনি দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। অপরদিকে, রউফ মেজর লিগ ক্রিকেটে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হন।

এছাড়াও স্কোয়াডে রাখা হয়নি নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম, ইরফান খান ও হাসান আলিকে। তবে নতুন মুখ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার সালমান মির্জা। পাকিস্তান সুপার লিগের নবম আসরে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ মে মাসে পাকিস্তানে মুখোমুখি হয়েছিল, যেখানে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজ জেতে।

পাকিস্তান স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews