1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ৯৯ রানে হারল বাংলাদেশ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ৯৯ রানে হারল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৯৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা।

বাংলাদেশের ব্যাটিং ধস শুরু হয় শুরু থেকেই। ওপেনিংয়ে ১৯ রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। তাওহীদ হৃদয় করেন সর্বোচ্চ ৫১ রান। এছাড়া পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ করেন সমান ২৮ রান করে। শেষ দিকে জাকের আলীর ২৭ রানের ইনিংসও দলের হার এড়াতে যথেষ্ট ছিল না।

শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বল করেন দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো। দুজনেই নেন তিনটি করে উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ভেল্লালাগে নেন দুটি করে উইকেট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। দলের পক্ষে কুশল মেন্ডিস খেলেন অসাধারণ এক ইনিংস, ১১৪ বলে ১২৪ রান করেন তিনি। তার সঙ্গে চারিথ আসালাঙ্কার ৫৮ রানের ইনিংস গড়ে দেয় বড় সংগ্রহের ভিত।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। শুরুতে কিছুটা চাপ সৃষ্টি করলেও মধ্য ও ডেথ ওভারে কুশলদের সামাল দিতে ব্যর্থ হন বোলাররা।

এই পরাজয়ের ফলে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলো। আগের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালেও শেষ ম্যাচে তিন বিভাগেই ব্যর্থ হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।

ম্যাচ শেষে ক্রিকেট বিশ্লেষকরা বলেন, ব্যাটিং ব্যর্থতা ছিল পরাজয়ের মূল কারণ। ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews