1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ৯৯ রানে হারল বাংলাদেশ - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি টেস্ট ছাড়ার আসল কারণ কী? অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি গুজরাটে ব্রিজ ধসে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত ৯ নিয়াজের দৃঢ় শপথ: “এই জাতি যেন কখনো তাদের আত্মত্যাগ ভুলে না যায়।” পুতিনের ওপর ‘খুশি নন’ ট্রাম্প, ইউক্রেনকে অস্ত্র সহায়তার ঘোষণা এক কলেজে তিন অধ্যক্ষ, স্থবির শিক্ষা কার্যক্রম ফেনীতে ভয়াবহ বন্যা, প্লাবিত ২০ গ্রাম,১৩১ স্কুল বন্ধ ঢাকায় টানা বৃষ্টি, ৭ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা ‘যেখানে পাবে, গুলি করো’-প্রকাশ্যে শেখ হাসিনার কথিত নির্দেশনামা সহবাসের দোয়া ও বরকতময় দাম্পত্য জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল

শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ৯৯ রানে হারল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৯৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা।

বাংলাদেশের ব্যাটিং ধস শুরু হয় শুরু থেকেই। ওপেনিংয়ে ১৯ রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। তাওহীদ হৃদয় করেন সর্বোচ্চ ৫১ রান। এছাড়া পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ করেন সমান ২৮ রান করে। শেষ দিকে জাকের আলীর ২৭ রানের ইনিংসও দলের হার এড়াতে যথেষ্ট ছিল না।

শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বল করেন দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো। দুজনেই নেন তিনটি করে উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ভেল্লালাগে নেন দুটি করে উইকেট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। দলের পক্ষে কুশল মেন্ডিস খেলেন অসাধারণ এক ইনিংস, ১১৪ বলে ১২৪ রান করেন তিনি। তার সঙ্গে চারিথ আসালাঙ্কার ৫৮ রানের ইনিংস গড়ে দেয় বড় সংগ্রহের ভিত।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। শুরুতে কিছুটা চাপ সৃষ্টি করলেও মধ্য ও ডেথ ওভারে কুশলদের সামাল দিতে ব্যর্থ হন বোলাররা।

এই পরাজয়ের ফলে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলো। আগের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালেও শেষ ম্যাচে তিন বিভাগেই ব্যর্থ হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।

ম্যাচ শেষে ক্রিকেট বিশ্লেষকরা বলেন, ব্যাটিং ব্যর্থতা ছিল পরাজয়ের মূল কারণ। ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews