ডেস্ক নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন রোজার আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলেও জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৯ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরেন প্রেস সচিব। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যকে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ রাখার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে।