1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্যক্তির দায় দল নেবে না: ব্যারিস্টার কায়সার কামাল - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

ব্যক্তির দায় দল নেবে না: ব্যারিস্টার কায়সার কামাল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৭ জন খবরটি পড়েছেন
ব্যক্তির দায় দল নেবে না : ব্যারিস্টার কায়সার কামাল

মামুন রণবীর, নেত্রকোণা

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন,দলের কোন ব্যক্তির দায় বিএনপি বহন করবে না। সে যেই হোক। দলের যদি কোন সাংগঠনিক কমিটিতে থাকে,তাকে আনুষ্ঠানিকভাবে এবং প্রক্রিয়াগতভাবে দল থেকে দল থেকে অব্যাহতি,পদ স্থগিত বা বহিষ্কার করা হবে। ব্যক্তির দায় দল নেবে না

শনিবার (১২ জুলাই) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন,আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি,দেশে কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। এখনও আপনার আমার ভাই,আমাদের নেতা যিনি ১৭ বছর লন্ডনে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানকে আমরা আনতে পারিনি। আমাদের পথচলা এখন পর্যন্ত স্তিমিত হয়নি বা বন্ধ করা চলবে না। যতক্ষণ বাংলাদেশে আইনের শাসন কায়েম না হবে,গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে,তারেক রহমানকে দেশের মানুষ প্রধানমন্ত্রী না বানাবে,ততক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক আরো বলেন,আজকে বিএনপি হলো মজলুমের দল। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মজলুমের দলকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা জালিমের দলে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। দল কখনো করেছে বা করে নাই কিংবা বহিষ্কার হয়েছে এরকম দু একজনের অপকর্মের দায় বিএনপি নিতে পারে না। বিএনপি থেকে বা পরিবার থেকে সে যেই হোক যদি কোন আইনবিরোধী কাজ করে,তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশেই প্রত্যেকটা সাংগঠনিক জায়গা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

কায়সার কামাল বলেন,বিএনপি এতো বড় দল,আজ চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মী দল থেকে বহিষ্কার হয়েছে। আমাদের কলমাকান্দা-দুর্গাপুরেও তার ব্যতিক্রম নয়।

কলমাকান্দা উপজেলা বিএনপির এই সম্মেলন দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন এবং আবু ওয়াহাব আকন্দ। এই সম্মেলনে নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews