নিজস্ব প্রতিনিধি।
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডের ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বংশীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, উপজেলার তাঁতি দলের আহবায়ক আব্দুল হালিম, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক ওয়ার্ড বিএনপি নেতা নুর উদ্দিন সরদার, বিএনপি নেতা আ.ক.ম মুজিবুর রহমান, আসমত আলী সরদার, শাহী আল জাফর, ওয়েজকুরুনি, ছাত্রদল নেতা সুজন ও নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।