চৌগাছা প্রতিনিধি।
যশোরের চৌগাছা উপজেলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে নিজের ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিপদী রানী ওরফে সুন্দরী (৬০) নামের ওই নারীকে বিষধর সাপ কামড় দেয়। তিনি চৌগাছা উপজেলার সুখ পুকুরিয়া গ্রামের বাগপাড়া এলাকার বাসিন্দা বশি বাগের মেয়ে।
স্থানীয়রা জানান, সাপে কামড় দেওয়ার পর সুন্দরীকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ঝাড়ফুঁক শেষে তাকে বাড়িতে ফেরত আনা হয়। কিন্তু কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, “সুখ পুকুরিয়া গ্রামে সাপের কামড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।”