বাংলাদেশের ডিজিটাল সংবাদ মাধ্যমে নতুন এক চিত্র ফুটে উঠেছে সেমরাশ (SEMrush)-এর সর্বশেষ রিপোর্টে। পাঠকের সংখ্যার ভিত্তিতে দেশের অনলাইন পোর্টালগুলোর মধ্যে এখন শীর্ষে অবস্থান করছে দৈনিক প্রথম আলো, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা পোস্ট।
প্রকাশিত তথ্যে দেখা গেছে, পাঠক সংখ্যার দিক থেকে দৈনিক প্রথম আলো ১২.৮৯ মিলিয়ন মাসিক (এক কোটি ২৮ লাখ ৯০ হাজার) ভিজিটর নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। এরপরেই আছে ঢাকা পোস্ট, যার ভিজিটর সংখ্যা ৭.২৯ মিলিয়ন (৭২ লাখ ৯০ হাজার)। আর ৫.২৮ মিলিয়ন (৫২ লাখ ৮০ হাজার) ভিজিটর নিয়ে দৈনিক যুগান্তর তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্যান্য শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যাদের মাসিক পাঠক সংখ্যাঃ
এই তালিকাটি বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমের বর্তমান জনপ্রিয়তা এবং পাঠকের পরিবর্তিত পছন্দের প্রবণতা স্পষ্ট করে তুলে ধরেছে।