রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় মঙ্গলবার (১৫ জুলাই)পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তীর সংরক্ষণ কাজ পরিদর্শনে এসেছে।
তিনি বলেন, তিস্তা চুক্তি একটা মহা পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনাকে একটি গণ পরিকল্পনায় রূপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি। দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন সংলগ্ন তিস্তা নদীর চলমান তীর সংরক্ষণ কাজ পরিদর্শন কালে এসে এসব কথা বলেন।
তিনি বলেন,আপনারা জানেন আমরা তিস্তায় পাঁচটি গবেষণা নিয়ে কাজ করছি, যাতে এটা কোন সরকারি পরিকল্পনা না হয়,এটা জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠনের ঘটানোর পরিকল্পনা হয়।
কাজ পরিদর্শন শেষে উপদেষ্টা উপজেলার তিস্তার বামতীরে দাড়িয়াপুর এলাকা পরিদর্শন করেন। এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা রংপুর জেলার কাউনিয়া উপজেলার ‘পাঞ্জরডাঙ্গা রেলসেতু থেকে কয়েক’শ মিটার উজানে তিস্তা নদীর ডান তীর পরিদর্শন শেষে রংপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।