ডেস্ক নিউজ।
বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে দলটির বহুল পরিচিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক প্রথম আলোকে জানান, “কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।”
এর আগে ১৩ জুলাই ইসি কমিশনার আব্দুর রহমান বলেছিলেন, “নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত হয়নি।”
তবে নৌকা প্রতীক শিডিউলভুক্ত করার বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”
তিনি আরও লেখেন, “গণ–অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনারা? রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?”
বুধবার সকাল পর্যন্ত ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম থাকলেও প্রতীকটি সরিয়ে নেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। চলতি বছরের ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার দলটির সকল স্তরের সংগঠন ও নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন তাদের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করে।