1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে গণভবন হচ্ছে "জুলাই জাদুঘর" - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে গণভবন হচ্ছে “জুলাই জাদুঘর”

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৪ জন খবরটি পড়েছেন
Gonobhaban after 5th August

২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে সংঘটিত ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে গণভবনকে “জুলাই গনঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর” হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

১৫ জুলাই সচিবালয়ের অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে  অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় জাদুঘরের”সিভিল” ও “ই/এম” অংশ নির্মাণ ও সংষ্কারে সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দেওয়া হয়।গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় জাদুঘর রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।আগামী ৫ আগষ্টের মধ্যে জাদুঘরটি রূপান্তরে কাজ সম্পন্ন করে উদ্ভাবন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগ সরাসরি ক্রয় পদ্ধতিতে এই কাজ বাস্তবায়ন করবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ ছাত্র – জনতার অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি, দমন-পীড়নের দলিল, আন্দোলনের চিহ্নসহ গুরুত্বপূর্ণ উপাদানসমূহ এই জাদুঘরে সংরক্ষণ করা হবে যাতে পরর্বতী প্রজন্ম জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানতে পারে।

সভায় জানানো হয়,নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রচলিত টেন্ডার পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বন করা হবে।

জাদুঘর মানুষকে যুগের পর যুগ অনুপ্রাণিত করে, নতুন প্রজন্মকে সত্য, ঐতিহ্য ও অভ্যুত্থান সম্পর্কে জানতে সাহায্য করে।অনুমোদিত এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মৃতি হিসেবে সংরক্ষিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews