বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে দলটি ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে। এসব ট্রেনের জন্য দলটি রেল কর্তৃপক্ষকে প্রায় ৩২ লাখ টাকা পরিশোধ করেছে, যা আগামই প্রদান করা হয়।
শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিতব্য এ সমাবেশকে কেন্দ্র করে কোনোটি শুক্রবার রাতেই এবং কোনোটি শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ওই রাতেই ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। দলটির রাজশাহী মহানগর শাখা ‘মধুমতি এক্সপ্রেস’ নামে ১১ বগির একটি বিশেষ ট্রেনের জন্য ১২ লাখ ৬ হাজার ৩৪৯ টাকা পরিশোধ করেছে। ট্রেনটি আজ রাত ১টায় রাজশাহী থেকে যাত্রা করে সমাবেশ শেষে শনিবার রাত সোয়া ৮টায় ঢাকায় থেকে ফিরে যাবে।
সিরাজগঞ্জ থেকেও একটি বিশেষ ট্রেন ছুটবে শনিবার সকাল ৬টায় এবং ফেরার সময় নির্ধারিত হয়েছে রাত ১১টা ৫৫ মিনিটে। একইভাবে চট্টগ্রাম থেকে একটি ১,০৩০ আসনবিশিষ্ট ট্রেন শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা রওনা দিয়ে পরদিন রাত সাড়ে ১১টায় ফিরে যাবে। এর জন্য জামায়াতকে দিতে হয়েছে আরও প্রায় ১২ লাখ টাকা।
এ ছাড়া ময়মনসিংহ থেকে শনিবার সকাল ৬টায় ১২ বগির একটি ট্রেন ছাড়বে, যার জন্য অলস পড়ে থাকা একটি ইঞ্জিন পুনরায় ব্যবহার করা হচ্ছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেন ভাড়া করতে সাধারণ আসনের জন্য ১০ শতাংশ ও এসি আসনের জন্য ২০ থেকে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া গুনতে হয়।
ট্রেন ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জেরে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জামায়াতকে ট্রেন ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। অতীতে অন্য রাজনৈতিক দলগুলোকেও একইভাবে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় বলেছে, এসব ট্রেন পরিচালনার কারণে নিয়মিত যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ এগুলো সাপ্তাহিক বন্ধের দিন পরিচালিত হচ্ছে। ভাড়া নেওয়া হয়েছে বাণিজ্যিক বিবেচনায়, রাজনৈতিক নয়। এমনকি ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে একই নীতি অনুসরণ করে ট্রেন বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।