ইরানের দক্ষিণাঞ্চলীয় কাভার শহরের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (১৯ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
বাসটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত কাভার শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি জানিয়েছেন, এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরানে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে খুবই বেশি। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গত এক বছরে ট্র্যাফিক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।