বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের (OHCHR) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটি নতুন মিশন চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিষয়টি জানানো হয় শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে।
তবে এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি প্রশ্ন তোলেন, “এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?”
কমেন্টে আরও প্রশ্ন তুলে তিনি লিখেন, “যেসব দেশে জাতিসংঘের দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি শান্তিতে আছে?” তিনি মনে করেন, “শান্তি ও মানবাধিকার রক্ষায় নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকলে বাইরের কারো পক্ষেই কার্যকর কিছু করা সম্ভব নয়।”
জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন ঢাকায় চালুর এই সিদ্ধান্তকে কেউ স্বাগত জানালেও, এ নিয়ে বিতর্ক এবং মতভেদ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।