1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ৪, আহত ৬০ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ৪, আহত ৬০

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৬ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দুর্ঘটনার সময় একাই বিমানে ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে সেখানেই তিনি মারা যান।

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছেন বহু মানুষ। সময় সংবাদের তথ্য অনুযায়ী, অন্তত ২৫ থেকে ৬০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের পর কিছু সময় পরই বিকট শব্দে কলেজ চত্বরে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুর্ঘটনার সময় স্কুল ছুটির মুহূর্ত ছিল। অনেক শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী কলেজ চত্বরে উপস্থিত ছিলেন। আগুনে দগ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পাওয়া গেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার ১৬ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধার তৎপরতায় ২ প্লাটুন বিজিবিও অংশ নেয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, “এই ক্ষতি অপূরণীয়। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।”

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, যিনি এলাকার জনগণকে উদ্ধার কাজেও অংশ নিতে বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে আগুন, ধোঁয়া ও আতঙ্কিত জনতার ছুটোছুটি দেখা যায়। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews