1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরায় বিমান বিধ্বস্তে শিক্ষার্থীসহ দগ্ধ ৬০, জরুরি রক্তের আহ্বান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্তে শিক্ষার্থীসহ দগ্ধ ৬০, জরুরি রক্তের আহ্বান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একাই ছিলেন।

বিধ্বস্তের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দগ্ধদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে রয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, উইমেন্স মেডিকেল কলেজ ও মনসুর আলী মেডিকেল কলেজ।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালগুলো থেকে জরুরি ভিত্তিতে রক্তের আহ্বান জানানো হয়েছে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, “ঘটনার সময় প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত শিক্ষার্থীদের সরিয়ে নিতে চেষ্টা করেন।”

এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। জনসাধারণকে ভিড় না করে উদ্ধার কার্যক্রমে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews