রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে আটজন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তবে আশার কথা হলো, দুজনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের আইসিইউ থেকে ইন্টারমিডিয়েট কেয়ারে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক খবর।
তিনি আরও বলেন, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে রক্তের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো ধরনের স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। বাংলাদেশ সরকার এই চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিচ্ছে।
চিকিৎসা সহায়তার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার কথাও জানান ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞরা এরই মধ্যে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে গেছেন। চীনের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে এবং তারা শিগগিরই সরাসরি যুক্ত হবেন।