1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশন গঠন, ছয় মাসে প্রতিবেদন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশন গঠন, ছয় মাসে প্রতিবেদন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করেছে বাংলাদেশ সরকার। ছয় মাসের মধ্যে এ কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার (২৭ জুলাই) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর আওতায় প্রজাতন্ত্রের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন জাতীয় বেতন কাঠামোর সুপারিশ করতে এ কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। পূর্ণকালীন সদস্য হিসেবে রয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীন এবং সাবেক রাষ্ট্রদূত মো. ফজলুল করিম।

কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞ, সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এফবিসিসিআই এবং সশস্ত্র বাহিনীর মনোনীত প্রতিনিধি।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একজন সচিব অথবা অতিরিক্ত সচিব কমিশনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে কমিশন আরও খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবে।

এর আগে গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সরকারি চাকরিতে নিয়োজিত লাখো কর্মীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত এই কমিশনের প্রতিবেদন ও সুপারিশ আগামী দিনের অর্থনৈতিক ও প্রশাসনিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews