1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পরিবেশ সুরক্ষায় পাটের তৈরি ব্যাগ বিতরণ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় হামলা, কোটি টাকার মাছ লুট: ‘প্যান্ডামিক ফিশারিজ’ কর্তৃপক্ষের অভিযোগ এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ- প্রেসক্লাবে হিন্দু মহাজোটের কড়া বার্তা কুড়িগ্রাম-এ সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু বেসরকারি শিক্ষকদের বেতনে বার্ষিক ‘বিশেষ সুবিধা’ ঘোষণা যশোরের অভয়নগরে বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত, ক্ষুব্ধ স্থানীয়রা ৫ ঘণ্টার সহিংসতা, ১৩টি মামলা: গোপালগঞ্জে উত্তপ্ত রাজনীতি ১০টির বেশি সিম বাতিল করতে হবে অক্টোবরের মধ্যে: বিটিআরসি আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নেবেন, দাবি মিন্টুর ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চোখে দেখতে না পারার কষ্ট দূর হবে তাদের ৩৯ আসনের সীমানা পরিবর্তন: গাজীপুরে আসন বাড়ছে, বাগেরহাটে কমছে

শ্যামনগরে পরিবেশ সুরক্ষায় পাটের তৈরি ব্যাগ বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
“আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ সুরক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরী ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা রূপান্তরের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করা হয়।

রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহমেদ টংকার এর সভাপতিত্বে শ্যামনগর বাজারের ৩৫জন ব্যবসায়ীদের প্রত্যেককে ১০০পিচ করে পাটের তৈরী ব্যাগ তুলেন দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পলিথিন ও প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর স্থায়িত্ব হাজার বছর, কিন্তু ক্ষতি তাৎক্ষণিক। তাই এর ব্যবহার বন্ধ করে পাটের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার জরুরি। পাটের ব্যাগ আপনাদের মাঝে বিতরণ করা হলো, যাতে মানুষ দৈনন্দিন বাজার কিংবা ব্যবহার্য জিনিস বহনের ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে এই ব্যাগ ব্যবহার করতে পারে। আপনারা পলিথিনের পরিবর্তে ফ্রিতে এই ব্যাগ সাধারণ জনগণের হাতে তুলে দেবেন। পাটের ব্যাগ বেশ কয়েকবার ব্যবহার করা যায় এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়। পাটের ব্যাগ অন্যান্য ব্যাগের চেয়ে টেকসই এবং ভারী জিনিস বহনে সক্ষম।

রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার হ্রাস করে পরিবেশবান্ধব পাটজাত পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শ্যামনগরের জলবায়ু সংকটপ্রবণ অঞ্চল হওয়ায় পরিবেশ সুরক্ষায় এখানকার মানুষের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই বিনা মূল্যে সাড়ে ৩ হাজার ব্যাগ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে এমন সচেতনতামূলক কার্যক্রম আরও বৃদ্ধি পেলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব। এই ধরণের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং পাটশিল্পের পুনরুজ্জীবনেও সহায়ক হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, রূপান্তরের জেলা সমন্বয়কারী মাসুদ রানা, পরিবেশকর্মী আশিক সহ শ্যামনগর বাজারের ব্যবসায়ীবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews