নিজস্ব প্রতিনিধি।
“আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ সুরক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরী ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা রূপান্তরের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করা হয়।
রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহমেদ টংকার এর সভাপতিত্বে শ্যামনগর বাজারের ৩৫জন ব্যবসায়ীদের প্রত্যেককে ১০০পিচ করে পাটের তৈরী ব্যাগ তুলেন দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পলিথিন ও প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর স্থায়িত্ব হাজার বছর, কিন্তু ক্ষতি তাৎক্ষণিক। তাই এর ব্যবহার বন্ধ করে পাটের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার জরুরি। পাটের ব্যাগ আপনাদের মাঝে বিতরণ করা হলো, যাতে মানুষ দৈনন্দিন বাজার কিংবা ব্যবহার্য জিনিস বহনের ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে এই ব্যাগ ব্যবহার করতে পারে। আপনারা পলিথিনের পরিবর্তে ফ্রিতে এই ব্যাগ সাধারণ জনগণের হাতে তুলে দেবেন। পাটের ব্যাগ বেশ কয়েকবার ব্যবহার করা যায় এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়। পাটের ব্যাগ অন্যান্য ব্যাগের চেয়ে টেকসই এবং ভারী জিনিস বহনে সক্ষম।
রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার হ্রাস করে পরিবেশবান্ধব পাটজাত পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শ্যামনগরের জলবায়ু সংকটপ্রবণ অঞ্চল হওয়ায় পরিবেশ সুরক্ষায় এখানকার মানুষের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই বিনা মূল্যে সাড়ে ৩ হাজার ব্যাগ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে এমন সচেতনতামূলক কার্যক্রম আরও বৃদ্ধি পেলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব। এই ধরণের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং পাটশিল্পের পুনরুজ্জীবনেও সহায়ক হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, রূপান্তরের জেলা সমন্বয়কারী মাসুদ রানা, পরিবেশকর্মী আশিক সহ শ্যামনগর বাজারের ব্যবসায়ীবৃন্দ।