যশোর প্রতিনিধি।
যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রামে বাঁধ ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্বল ও দীর্ঘদিন সংস্কার না হওয়া বাঁধই এই দুর্ভোগের মূল কারণ।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল জানান, “জলাবদ্ধতার বিষয়টি যশোর পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা প্রাথমিকভাবে মেরামতের কাজ শুরু করবে এবং বর্ষা মৌসুম শেষে টেকসইভাবে বাঁধ সংস্কার করা হবে।”
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, “বাঁধ ভেঙে আমার ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
স্থানীয় বাসিন্দা সেলিম রহমান বলেন, “প্রতিবছরই এমনভাবে জোয়ারের পানি ঢুকে দুর্ভোগ বাড়ায়। বাঁধ থাকলেও তার কোনো টেকসই সংস্কার হয় না। এই দুর্বল বাঁধটি মেরামত না করলে আমাদের ক্ষয়ক্ষতি বাড়তেই থাকবে।”
স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেও স্থানীয়দের আশঙ্কা, বর্ষার মধ্যে প্রাথমিক মেরামত যথেষ্ট হবে না। অনেকেই টেকসই সংস্কারের দাবিতে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।