দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়।
দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড্ধসঢ়; ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস্; স্কিম এর আওতায় এ পুরস্কার পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইফনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ। আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ রেজাউল করীম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. কামাল হোসেন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান থেকে ১০ জন, এইচএসসি ও সমমানে ১০ জন করে মোট ২০ জনকে কে সেরা মেধাবী মনোনীত করা হয়। এবং তাদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অবিভাবক, সেরা মেধাবী ছাত্র/ছাত্রী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।