বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতীয় সংসদের উচ্চকক্ষে ১০০ আসন বরাদ্দে প্রাপ্ত ভোটের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার ঢাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এই ঘোষণা আসে।
বিএনপি, ১২ দলীয় জোটসহ কয়েকটি দল এই পদ্ধতির বিরোধিতা করে বলেছে, আসনের ভিত্তিতে মনোনয়ন হওয়া উচিত। অন্যদিকে, সিপিবি ও বাসদসহ কয়েকটি দল উচ্চকক্ষ গঠনই অপ্রয়োজনীয় বলে মত দেয়।
কমিশনের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষ শুধু অর্থবিল ছাড়া অন্যান্য বিল পর্যালোচনা করতে পারবে, তবে এক মাসের বেশি আটকে রাখতে পারবে না। আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল।