বিডিটেলিগ্রাফ ডেস্ক।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্য চুক্তিকে ‘একটি কৌশলগত কূটনৈতিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এক অসাধারণ অর্জন।
প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারি থেকে নিরবচ্ছিন্ন আলোচনার মাধ্যমে বাংলাদেশ শুল্ক, অ-শুল্ক ও নিরাপত্তা সংশ্লিষ্ট জটিলতা অতিক্রম করে। এতে দেশের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাড়ার পাশাপাশি জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩১ জুলাই হোয়াইট হাউস এক নথিতে নতুন শুল্কহার ঘোষণা করে। এর ফলে আগে আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক ১৫ শতাংশ কমানো হয়।