রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ মাছ। শুক্রবার সকালে চরকর্ণেশোনা এলাকায় মাছটি ধরা পড়ে জেলে বাচ্চু হালদারের জালে।
পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের এক আড়তে নিলামে বিক্রি হয় প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকায়। মাছ ব্যবসায়ী শাজাহান শেখ এটি কিনে আধা ঘণ্টার মধ্যে ভিডিও কলে মেহেরপুরের এক সৌদি প্রবাসীর কাছে ২ হাজার ৪৩০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।
স্থানীয়রা জানান, পদ্মার এমন বড় মাছ দেখতে আড়তে ভিড় জমে যায়। শাজাহান শেখ বলেন, এই আকারের পদ্মার পাঙ্গাশের প্রচুর চাহিদা থাকায় উচ্চ দামে দ্রুত বিক্রি করা সম্ভব হয়েছে।