প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে শামছুর গাজী (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত এন্তাজ আলী গাজীর ছেলে।
মৃতের চাচাতো ভাই আজু জানান, বড় ভাই বৃহস্পতিবার সকালে সেজি গাছের বাগানে গিয়েছিলো সেজি গাছের আটা আনতো। কারণ তার পায়ে ব্যথা ছিল। সেজির আটা দিয়ে পায়ে জাপ দিলে ব্যথা ভালো হয়। কিন্তু সে জানতো না সেখানে ভীমরুলের চাক ছিলো। সেজি গাছের গায়ে কোপ দিতেই হটাৎ করে চাক থেকে ভিমরুল বেরিয়ে তার সারা শরীরে কামড় দেয়। অসুস্থ থাকার কারে নড়তে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিমরুলের কামড় খায়। তারপরে বাড়িতে এসে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়। কিন্তু গ্রাম্য ডাক্তার তাকে হসপিটালে যেতে বলে। কালকে না গিয়ে আজ যাবে বলে বের হচ্ছিলো তখন মারা যায়। ২৪ ঘন্টা যেতে না যেতেই তার মৃত্যু হয়।
কৈখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।