যশোর প্রতিনিধি।
যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে মারধর, বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বিরুদ্ধে।
ভুক্তভোগী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন জানান, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর জনির অফিসে ডেকে এনে প্রথমে ২ কোটি টাকা আদায় করা হয়। একই বছরের ১৮ সেপ্টেম্বর কণা ইকো পার্কে নিয়ে গিয়ে মারধর, বুক পর্যন্ত বালুতে পুঁতে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। পরে ১ কোটি টাকা ব্যাংক ট্রান্সফার, ১ কোটি টাকার চেক এবং ছয়টি ফাঁকা স্ট্যাম্পে সই আদায় করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ঘটনাগুলোতে সৈকত হোসেন হিরা ও সম্রাট হোসেনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
৩০ জুলাই থানায় অভিযোগ জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন আসমা খাতুন। পরে ৩১ জুলাই সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। জনি ফেসবুকে এক পোস্টে অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি করে প্রতিশোধের হুমকি দেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জনির বিরুদ্ধে আগেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।