শ্রীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শোনার মাত্র দুই ঘণ্টা পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।
নিহতরা হলেন—মো. হাসমত আলী (৮৫) এবং তার ছেলে মো. বাবুল মিয়া (৫০)। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্টার অফিসের সাবেক কর্মী এবং বাবুল মিয়া টঙ্গী সাবরেজিস্ট্রার অফিসে দলিল লেখক ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সকালে মারা যান হাসমত আলী। এ খবর শোনার পর বাবুল মিয়া হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলম খান জানান, বাবা-ছেলের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি কবর দেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে খোঁজ নেওয়া হচ্ছে।