প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা ঘটনা ঘটেছে। সোমবার বিকালে সোয়ালিয়া এলাকার ফ্রেন্ডশীপ হাসপাতাল থেকে শ্যামনগর থানা পুলিশ ঐ মৃতদেহ থানায় নিয়ে যায়। এর আগে বিকাল তিনটার দিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের তথ্য দিয়ে তাকে হাসপাতালে নেয়। মৃত গৃহবধূ হলেন উপজেলার নূরনগর গ্রামের সাগর হোসেনের স্ত্রী মুনতাহার প্রিয়া(২২)। তার তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের শ্বশুরবাড়ির সদস্যদের দাবি আগের রাতে স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে সোমবার সকালের দিকে স্বামী বাড়ির বাইরে যাওয়ার সুযোগে শোবার ঘরের আড়ার সাথে ওড়নাতে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। ফ্রেন্ডশীপ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান মৃতদেহ উদ্ধারের পর একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ছবি।। মৃত মুনতাহার প্রিয়া।