শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাত থেকে পথচারী ও এলাকাবাসীকে রক্ষার্থে গ্রামীণ সড়কের দুইপাশ দিয়ে তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে সোমবার পৌরসভার কালমেঘা ও হাটছালা সড়কে আনুষ্ঠানিকভাবে ২শত তাল গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। এসময় উপস্থিত এলাকাবাসীকে রোপণকৃত চারাসমুহ যত্ন সহকারে বাঁচিয়ে রাখার পাশাপাশি সেখান নানামুখী সুবিধা গ্রহণ এর আহ্বান জানান। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ এর আওতায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় দু’টি সড়কের পাশে এসব চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কাজী আরিফুল হক, উপ-সহকারী কৃষি অফিসার আহসানউল্লাহসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা।