1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিশোরগঞ্জে চার মাস পর পুলিশ সুপার পদে পুনর্বহাল - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে চার মাস পর পুলিশ সুপার পদে পুনর্বহাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩০ জন খবরটি পড়েছেন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।

এর আগে গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। এ সময় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ সদর দপ্তরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনো গাফিলতি পাওয়া না যাওয়ায় তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ফলে তিনি কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট এসপি হিসেবে তিনি এই পদে যোগ দেন।
এ বিষয় জানতে মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজ সোমবার থেকে এসপি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews