দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা ১১
টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডাঃ সামছুল আরেফিন, দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান খোয়াজ হোসেন,সাংবাদিক এম এ রাজ্জাক, এম এস শাহিন, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র/ছাত্রী ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। শেষে জুলাই অভ্যুত্থানে নিহতের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।