বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক জুয়েল শর্মা অন্তর ২০১৩ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করে আসছেন। তাঁর সততা, দায়িত্ববোধ, বিনয়ী আচরণ ও মানুষের প্রতি আন্তরিক সেবাদান আজ স্থানীয় জনগণের মধ্যে এক গভীর বিশ্বাসের জায়গা তৈরি করেছে।
গত এক দশকের বেশি সময় ধরে ডিজিটাল সেন্টারের মাধ্যমে তিনি নাগরিকদের বিভিন্ন ডিজিটাল ও সরকারি সেবা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, পেনশন, প্রশিক্ষণ সেবা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিভিত্তিক তথ্যসেবা প্রদান—সব ক্ষেত্রেই তাঁর দক্ষতা ও আন্তরিকতা প্রশংসনীয়।
স্থানীয় বাসিন্দারা জানান, “জুয়েল শর্মা অন্তর ভাইয়ের কাছে গেলে কোনো কাজেই দেরি হয় না। তিনি খুব আন্তরিক ও হাসিখুশি মানুষ। কখনও রাগ বা বিরক্তি প্রকাশ করেন না।”
তাঁর মূল শক্তি হল জনগণের প্রতি দায়িত্বশীলতা ও সেবার মনোভাব। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উদ্যোগ বাস্তবায়নে তিনি একজন সফল ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন।
বিশ্বাসযোগ্যতা, সততা ও জনগণের প্রতি ভালোবাসা দিয়েই জুয়েল শর্মা অন্তর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আদর্শ উদ্যোক্তা ও সেবক হিসেবে। তাঁর এই কর্মকাণ্ড শুধু হিঙ্গুলী ইউনিয়নের জন্য নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের ডিজিটাল সেন্টারগুলোর জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।