বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত ও বিএনপি নেতাদের ছবি প্রদর্শনের ঘটনায় বামপন্থি ছাত্র সংগঠনের প্রতিবাদের মুখে ছবি সরিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক এক কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির এসব ছবি প্রদর্শন করে।
প্রদর্শনীতে ছিলেন মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, মীর কাশেম আলী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান চৌধুরী এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী—যাদের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত করা হয়।
ছবিগুলোর প্রদর্শনের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ একাধিক বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভের পরপরই সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শিবিরের সম্মতিতে ছবিগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ঢাবি ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে ছবিগুলো সরিয়ে নিয়েছি।