ইসলামের পাঁচটি রুকনের মধ্যে অন্যতম নামাজ, যা বিশ্বাসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। কিয়ামতের দিনে মানুষের আমলের হিসাব গ্রহণ শুরু হবে নামাজ দিয়েই। তাই মুসলিমদের জন্য সময়মতো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় অত্যন্ত জরুরি।
আজ বুধবার, ৬ আগস্ট ২০২৫ (২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ সফর ১৪৪৭ হিজরি)। এ উপলক্ষে ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি প্রকাশ করেছে।
আজকের নামাজের সময়সূচি অনুযায়ী, জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ০৮ মিনিটে, আসরের সময় ৪টা ৪১ মিনিটে, মাগরিবের সময় ৬টা ৪২ মিনিটে এবং এশার সময় শুরু হবে রাত ৮টা ০১ মিনিটে। আগামীকাল ফজরের সময় শুরু হবে ভোর ৪টা ১২ মিনিটে। আজ সূর্যাস্ত ঘটবে ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ২৮ মিনিটে।
বিশেষজ্ঞরা মনে করেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, মুসলমানদের উচিত ফরজ নামাজগুলো সময়মতো আদায় করা, কারণ এটিই ইসলামের এক গুরুত্বপূর্ণ অনুশাসন এবং পরকালে মুক্তির মাধ্যম।