নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার মোয়াল্লেমতলা নামক এলাকায় ঘরের ভেতরে ৭৫বছর বয়সী এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। নিহত ওই বৃদ্ধা রাজঘাট মুয়াল্লেমতলা এলাকার মৃত
মফিজ উদ্দিনের স্ত্রী মোছা. সুফিয়া বেগম।
বুধবার দুপুর বেলা তার বসতঘরের খাটের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বৃদ্ধা ওই নারী বাড়িতে একা থাকতেন, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টসহ নানান রোগে ভুগছিলেন এলাকাবাসীর ধারণা, নিজ ঘরে অবস্থানকালীন সময়ে তিনি শ্বাসকষ্টজনিত বা স্ট্রোকজনিত কারণে খাটের ওপর থেকে পড়ে মারা যেতে পারেন।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করে। থানার ওসি আবদুল আলিম জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।