ওয়াহেদুল করিম,পঞ্চগড় প্রতিনিধি।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সমকালের প্রতিনিধি সফিকুল আলম, বাংলা ভিশনের মোশারফ হোসেন, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, বিজয় টিভির ইনসান সাগরেদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন রনিক ও শাহজালাল প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি, তার পুরো পরিবারকেই ধ্বংস করেছে। দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।
তারা জানান, ইতোমধ্যে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে খুনিদের কঠোর শাস্তি ও দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।