নিজস্ব প্রতিনিধি।
দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সদস্য উৎপল মন্ডলের মাতা শীলা রানী মন্ডল পরলোকগমন করেছেন।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০.৪২ মিনিটে শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে তাদের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সাংবাদিক উৎপল মন্ডলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাবসহ উপজেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াত শীলা রানী মন্ডলের আত্মার সদগতি কামনা করেন।