কুষ্টিয়া সংবাদদাতা।
কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে নাহিন (১৬) এবং মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অন্তত ১০টি মোটরসাইকেলে করে কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারার দিকে বেপরোয়া গতিতে আসছিল। এ সময় একটি মোটরসাইকেল পিকআপের পেছনে ধাক্কা দিলে নাহিন ও সিয়াম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাহিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামও মারা যায়।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত দুই কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।